বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে সংগঠন বিরোধী কার্যক্রম ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রতিবাদ সমাবেশ


প্রকাশের সময় :২৯ মে, ২০২৩ ৭:৩৬ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংগঠন বিরোধী কার্যক্রম ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতার অভিযোগে উপজেলা বিএনপি আহবায়ক শেখ মোঃ আব্দুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটির সদস্যরা। সোমবার ২৯ মে বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একাধিক অভিযোগ করে শেখ মোঃ আব্দুল্লাহর বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিশেষ অনুরোধ জানান তারা।

তাদের অভিযোগ, সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোঃ আব্দুল্লাহ’র অরাজনৈতিক সুলভ আচরণ, স্বেচ্ছাচারী মনোভাব, দক্ষ ও ত্যাগী নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কতিপয় কর্মচারী দ্বারা দল পরিচালনা করা, উপজেলা আহবায়ক কমিটির সদস্যদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত গ্রহণ, পছন্দের লোক দ্বারা ইউনিয়ন কমিটি গঠন, কেন্দ্র ঘোষিত কার্যক্রমে অংশ না নেওয়া, আহবায়কের দায়িত্ব পাওয়ার পর থেকে অধ্যবধি বিএনপির কার্যালয় কোন সভা না করে তালাবদ্ধ করে রাখা, আহরায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা না করেই একক সিদ্ধান্তে পছন্দের ব্যক্তিকে সদস্য সচিব নিয়োগ, চলমান ইউনিয়ন কমিটির দায়িত্ব কাউকে না দিয়ে ফেসবুকের মাধ্যমে ১৪টি ইউনিয়নের কমিটির বিলুপ্ত ঘোষণার পরবর্তীতে সাত মাস পর পছন্দের লোক দিয়ে পুনরায় ফেসবুকের মাধ্যমে ১৪ ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষণা, বর্তমান প্রেক্ষাপটে দলকে সাংগঠনিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হওয়াসহ আরও বহুবিধ কারণে সিরাজদিখান উপজেলা বিএনপির কার্যক্রম অস্থিতিশীল হয়ে পড়েছে। ফলে উপজেলার সকল নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হতাশার সৃষ্টি হয়েছে।

এসময় বক্তব্য দেন, সিরাজদিখান উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, আহবায়ক সদস্য আওলাদ হোসেন মোল্লা,মহিউদ্দিন আহমেদ, জসিম উদ্দিন খোকন,দেলোয়ার হোসেন ভূইয়া, আব্দুল খালেক শিকদার, জায়েদুল ইসলাম, আজিজুল হক খান, মুজিবুর রহমান খান, আলী আনসার মোল্লা, শাহ আলম, জায়েদুল ইসলাম, মিসেস শিলা কামাল,সাবেক সদস্য কাজী কামরুজ্জামান লিপু ওমর ফারুখ রিগ্যান, যুবদল নেতা মাসুম, এম কে আল আমিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিমেল মল্লিক শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক বাদশামিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ ফাহাদ হোসেন, ফয়সাল সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১