সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা চট্টগ্রাম

জাতীয় শ্রমিক লীগ পতেঙ্গা হালিশহর শিল্প অঞ্চলের উদ্যোগে মহান মে দিবস উদযাপন


প্রকাশের সময় :১ মে, ২০২৩ ৯:৫৬ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : নগরীর পতেঙ্গা -ইপিজেড এলাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস ( শ্রমিক দিবস-২০২৩) উদযাপনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দরা এসময় তাদের দাবি দফা নিয়ে বক্তব্য রাখেন।

পতেঙ্গা-হালিশহর জাতীয় শ্রমিক লীগ:আজ ০১লা মে, সোমবার সকালে উত্তর পতেঙ্গাস্থ আলী প্লাজার সামনে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি সংগঠনের সভাপতি মোঃ জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন
জাতীয় শ্রমিক লীগ সা:সম্পাদক হাজী মোঃ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আফছার (ইস্টার্ন রিফাইনারি),পদ্মা অয়েল শ্রমিক নেতা হাজী মোঃ ফরিদুল আলম, মোঃ মনিরুল ইসলাম সাঃ সম্পাদক (চট্টগ্রাম সাইলো),নুর মোহাম্মদ সহ -সভাপতি ( জি .এম কোং),মোঃ আলী আজগর সভাপতি ( এসও সিএল)মোঃআইয়ুব সাধারণ সম্পাদক (পদ্মা অয়েল কোং),এস এম মহিউদ্দিন সহ- সভাপতি (ইস্টার্ন রিফানারী),জাতীয় শ্রমিক লীগ ইপিজেড থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে স্টিল মিল বাজার থেকে শুরু করে একটি গণ মিছিল কর্ণফুলী ইপিজেড গেটের সামনে গিয়ে শেষ হয়।
ইপিজেড মে দিবস উদযাপন কমিটি:মহান মে দিবস উপলক্ষে সিইপিজেড এলাকায় সংক্ষিপ্ত সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে মোঃ সবুজ, আনোয়ার, নাইমুদ্দিন,লাভলী আক্তার, জোৎস্না বেগম, মোঃ সেলিম বক্তব্য রাখেন।

ইসলামী শ্রমিক আন্দোলন:০১লা মে দিবস উপলক্ষে আজ দুপুরে সিইপিজেড (ফ্রিপোর্ট) মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন চট্রগ্রাম মহানগরের ডাকে বিশাল শ্রমিক সমাবেশ আয়োজন করেছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, মাওঃ মুফতি আলহাজ্ব রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন নগর সভাপতি জান্নাতুল ইসলাম,পতেংগার শিল্প অঞ্চলের নেতা হাজী মোঃ লোকমান সওদাগর সহ বিভিন্ন উপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

এছাড়া শ্রমিক দিবস উদযাপনে বন্দর এলাকায় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক সমাবেশ,সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং দিন মজুর শ্রমিক ঠিকাদার ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান মে দিবস উদযাপনে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১