নিজস্ব প্রতিবেদক:নগরের পতেঙ্গা থানাধীন নাজিরপাড়াস্থ “চিটাগাং আইডিয়াল স্কুল” মিলনায়তনে ০১লা মে, সোমবার সকালে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড
প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আহ্বায়ক এস.এম. দিদারুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক, সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক লায়ন মইনুদ্দিন কাদের লাভলু চৌধুরী।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন -কেয়া’র চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ,বিশেষ আলোচকের বক্তব্য রাখেন কেয়া’র বিভাগীয় সদস্য সচিব এম. নজরুল ইসলাম খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেয়া’র যুগ্ম মহাসচিব মো. এনায়েত হোসেন, দৈনিক মানব সময়ের সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, চট্টগ্রামস্থ মোড়লগঞ্জ উন্নয়ন ফোরাম’র চেয়ারম্যান মাসুদ পারভেজ,সুন্দর বন আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মো.রুবেল শেখ, মোহাম্মদ সাজ্জাদুল করিম খান, কর্ণফুলী মডেল স্কুলের প্রধান মোঃ আশরাফুল ইসলাম, দি সানরাইজ কেজি স্কুলের পরিচালক আফরোজ খাতুন, স্বাধীন বাংলা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম,ফাতেমা খাতুন কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ শহিদ প্রমুখ।