সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

অচীরেই নির্বাচনী রোড ম্যাপ দিন, মীর সরফত আলী সপু


প্রকাশের সময় :১৩ নভেম্বর, ২০২৪ ৬:৩৭ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

অচীরেই নির্বাচনী রোড ম্যাপ দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের যথাযথ উন্নয়ন করা সম্ভব নয়। এছাড়া আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পেতআত্মারা   এখনো প্রশাসনের আনাচে-কানাচে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেই যাচ্ছে। তারা চাচ্ছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে। তাই আমরা চাই নির্বাচিত সরকার বসিয়ে দেশের উন্নয়ন তরান্বিত করা হোক।

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনয় মত বিনিময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ আমির আব্দুল হামিদ পীর সাহেবের বড় ছেলে আব্দুল্লাহ,

সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি জমিরুল হক, রিপোর্টার্স ইউনিটির কোষ্যদক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১