বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা অর্থনীতি

বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে বেদে পল্লীতে ঈদ উপহার সামগ্রী বিতরণ


প্রকাশের সময় :১৫ এপ্রিল, ২০২৩ ৬:১৩ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঈদ-উল ফিতর উপলক্ষে বেদে পল্লীর বেদে সম্প্রদায়ের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সেবামূলক সামাজিক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে শনিবার বিকাল ৩ টায় সিরাজদিখান বাজার সংলগ্ন বেদে পল্লীর একশটি বেদে পরিবারের মাঝে দুই প্যাকেট সেমাই, নুডুলস, চিনি ও গুড়ো দুধ বিতরণ করা হয়।

এসময় সিরাজদিখান থানার পুলিশের পক্ষ থেকে ১৫ টি পরিবারকে নগদ ৫ শত টাকা করে উপহার হিসেবে প্রদান করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ  কে.এম মিজানুল হক। উপহার সামগ্রী বিতরণকালে বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্যবৃন্দসহ সিরাজদিখান থানার পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এলাকা ভিত্তিক একশটি পরিবারের মাঝে প্যাকেটে করে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১