আনিছুর রহমান রুবেলঃ
মানুষ মানুষের জন্য এই মহান উক্তিটির বাস্তবতা উপলব্ধি করে সমাজে পিছিয়ে পরা, অসহায় সনাতনধর্মী মানুষের সাথে শ্বারদীয় দূর্গাউৎসবের আনন্দ ভাগাভাগী করার অংশ হিসাবে সারা দেশে চলছে বস্ত্র বিতরন কর্মসূচি।
গত কয়েকদিনে প্রায় ৫০০ জন মানুষের মাঝে এই উপহার পৌছে দেওয়া হয়। মুন্সীগঞ্জ, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী সহ ককসবাজার, টাঙ্গাইল, নাটোর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, দাউদকান্দি, কুমিল্লা, ঢাকা সিটি, দোহার ও মানিকগঞ্জে।
সাম্প্রতিক বন্যার সময় গ্রুপের পক্ষ থেকে সাধ্যমত ত্রান পৌঁছে দেওয়া হয়েছে গ্রুপটির পক্ষ থেকে।
সনাতন ৯৮-২০০০ গ্রুপ একটি সামাজিক সংগঠন , যারা সারা বাংলাদেশে ১৯৯৮ সালে এস.এস.সি এবং ২০০০ সালে এইচ.এস.সি পাস করেছেন । সামাজিক সেবা মুলক কাজ করাই সনাতন ৯৮-০০ গ্রুপের লক্ষ্য।
বিভিন্ন পেশা এবং বিভিন্ন দেশে অবস্থান করলেও এই গ্রুপের ১২০০+ সদস্য সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
উক্ত বস্ত্র বিতরন কার্যক্রমটি বন্ধুদের অনুদানে পরিচালিত হয়। সব বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও এডমিন পলাশ সরকার।
এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এডমিন কানন, আশিষ, শুভাষ, সাগর, গৌরাঙ্গ, জয় সহ গ্রুপের নিবেদিত প্রান রাজকুমার, সুদেব, নায়ায়ন, সবিতা, রুনু দেবী, তাপশি, রিন্টু, দেবাশীষ,বিশ্নু জিৎ, চম্পা, বর্নালী, অঞ্জন, বিশ্বজিৎ সাহা, গৌতম, মিলন, শিমুল সাহা, বিমল, ডালিম, রাজন,, রিদয়, বাসুদেব, রাজিব রয়, তুষার বনিক সহ গ্রুপের সকল বন্ধুরা