সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্ম কে অবমাননা করার প্রতিবাদে সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২৪ ৩:৩২ : অপরাহ্ণ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ভারতের বিজেপি নেতা নীতেশ রানে এবং রামগিরি মহারাজ ইসলাম ধর্ম এবং মহানবী হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুন্সিগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে আলেম সমাজ ও তৌহিদি জনতা। কেয়াইন ইউনিয়নের সর্বস্তরের মুসলীম তৌহিদি জনতার আয়োজনে আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিকদার মার্কেটের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেয় ৩শতাধিক ধর্মপ্রাণ মুসলিমরা। মানববন্ধনে বক্তব্য রাখেন, কুচিয়ামোড়া মারকাজুল কারীম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক, কাজিশাল হাজী মোহাম্মদ হুমায়ুন মোল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ওয়াসিম মিয়া, সিরাজদিখান বাজার মসজিদের সাবেক ইমাম ও খতিব মুফতি নূরে আলম সিদ্দিকী, দারুল হিকমা রশিদিয়া মাদরাসার মুহতামিম মুফতি ইউনুস আহমদ ফরিদী, চালতিপাড়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুফতি মহসিন উদ্দিন, নিমতলা মার্কেট মসজিদের ইমাম ও খতিব মুফতি ফয়জুল করিমসহ ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলিমরা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১