সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা অর্থনীতি

মুন্সীগঞ্জের আইনজীবীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ২ লক্ষ ৬ হাজার টাকার চেক প্রদান 


প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২৪ ১:২৬ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে বন্যাকবলিত মানুষের সহযোগিতার লক্ষ্যে জেলা প্রশাসন মো. আবু জাফর রিপন (বিপিএএ)এর হাতে ২ লক্ষ ৬ হাজার টাকার চেক তুলে দিলেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৯আগষ্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই চেক তুলে দেওয়া হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধার নেতৃত্বে চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তোতা মিয়া, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ খান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জাহাঙ্গীর হোসেন ঢালী।

আরো উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম অসীম, অ্যাডভোকেট হুমায়ুন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন, আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আরফান সরকার খোকন, সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, অ্যাডভোকেট আনিসুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সুমন সরদার, অ্যাডভোকেট হালিম সরদার, অ্যাডভোকেট হালিম বেপারী, অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহবুব, এ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট র. আহমেদ রাসেল, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল প্রমূখ।

এ ব্যাপারে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হাসান মৃধা জানান, দেশের বিভিন্ন জেলায় বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য আমাদের সমিতির সকল সদস্যদের সম্মতিক্রমে আজ ২ লাখ ৬ হাজার টাকার একটি চেক মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১