আনিছুর রহমান রুবেলঃ চীফ রিপোর্টার
নানা আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাব সদস্যদের ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকার একটি বিলাসবহুল রিসোর্টে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা এমদাদুল হক পলাশ, উপদেষ্টা ড. সাইদুল ইসলাম খান অপু।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, কে এন ইসলাম বাবুল, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়েরসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।