অনলাইন ডেস্ক:রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি সিনাগগ, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এ ঘটনায় যাজক ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রবিবার মাখাচকালা ও ডারবেন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স। দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবারের ভোররাতে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, ‘এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি দুঃখজনক দিন।
মেলিকভ জানিয়েছেন, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‘সন্ত্রাসী হামলা’র কবলে পড়েছিলেন। তবে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন, তা তিনি জানাননি। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।