সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
আগামী ২৯ মে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফুটবল প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন নির্বাচনী প্রচার প্রচারণা তথা গণসংযোগ ও উঠান বৈঠকের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ১৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের নির্বাচনী প্রচার প্রচারণায় তার স্বামী মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টুসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। এছাড়া প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, নির্বাচনী সভা ও পথসভায় প্রতিটি এলাকার সমর্থকসহ এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন সাথে তার ভোটার ও সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছেন। সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (বর্তমান) ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন তার নির্বাচনী প্রচার প্রচারণায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়নের ভবিষ্যত পরিকল্পনার চিত্র তুলে ধরার মধ্য দিয়ে জনসাধারণের কাছে ভোট প্রত্যাশা করছেন। সিরাজদিখার উপজেলার মানুষ শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে নির্বাচনে বিজয় প্রায় সুনিশ্চিত বলে মনে করেন এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। এদিকে রাজনীতির সিংহপুরুষ নামে খ্যাত এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিনের মরহুম পিতা গোলাম হোসেন বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। প্রয়াত চেয়ারম্যান গোলাম হোসেনের পিতা মরহুম ইন্তাজ উদ্দীনও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন যোগ্য পিতা ও যোগ্য দাদার উত্তরস্বরী হিসেবে সিরাজদিখান উপজেলার সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য স্থানে বসাবেন এমনটাই আশা রাখেন তার পরিবারসহ স্থানীয় এলাকার লোকজন।