অনলাইন ডেস্ক: মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলেই এবং বাকি চারজন হাসপাতালে মারা যান। গত শনিবার দেশটির মোরেলোস প্রদেশে এই হামলা ও হতাহতের ঘটনা ঘটে।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত ১১ মে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানী সংযোগকারী একটি হাইওয়ের কাছে হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো চারজন মারা যান। শহরের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। জনগণের জন্য ক্ষতিকর এমন সব অপরাধের আমরা নিন্দা জানাই।