সদ্য সমাপ্ত ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করে প্রশংসায় ভাসছে ফুলপুর উপজেলা প্রশাসন। নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা,নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রয়োগে খুশি সাধারণ ভোটাররা। ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই জনমনে উদ্যোগ উৎকণ্ঠা ছিল। বর্তমান উপজেলা চেয়ারম্যান সহ সরকারি দল আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু না হওয়া ও সংঘাত সংঘর্ষের আশঙ্কা করেছিল অনেকেই। স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এবারের নির্বাচনে কোন সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেনি ।
নির্বাচন ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ । ভোটের দিন সংঘাত সংঘর্ষে কোন রক্তপাত ও প্রাণহানির ঘটনাও ঘটে নি। ফুলপুর উপজেলা নির্বাচনকে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁইয়া, জেলা সিনিয়র নির্বাচন অফিসার শফিকুল ইসলাম এ সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন । তাদের বক্তব্যে জানান এ উপজেলা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বদ্ধপরিকর। কোনরকম অনিয়ম ও শিথিলতা মেনে নেয়া হবে না জানান তারা, জেলা প্রশাসকের এমন নির্দেশনা পেয়ে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কঠোর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কঠোর অবস্থানে থাকেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতই ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান,উপজেলা নির্বাচন অফিসার ফজলুর রহমান নির্ঘুম রাত দিন পরিশ্রম করেছেন।ফুলপুর ইউএনও দফায় দফায় প্রার্থীদের সাথে মত বিনিময় করে আচরণ বিধি স্মরণ করিয়ে দিয়েছেন।ভোটের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল ।
আনসার ভিডিপি পুলিশ মোতায়ন ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্রে কেন্দ্রে কঠোরভাবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা নির্বাচন কমিশন ও ইউএনওকে সার্বিক সহযোগিতা করেছেন। ভোটের উপস্থিতি কম হলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে কোন প্রশ্ন উত্থাপন হয়নি। ফলে প্রশংসায় ভাসছে ফুলপুর উপজেলা প্রশাসন। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান বর্তমান চেয়ারম্যান আতাউল করিম রাসেলকে ১৩৯০০ ভোটে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুস সবুর সবুজ ও পান্না আক্তার । উল্লেখ্য ফুলপুর উপজেলায় মোট ভোটার ছিল ২৮৪৭৮৯ জন। পুরুষ ভোটার: ১৪৪৬৫০ জন, নারী ভোটার: ১৪০১৩৮ জন, হিজরা ভোটার: ১ জন। এর মধ্যে ৯১ টি ভোটকেন্দ্রে মোট ১০৪৩৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।