সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

মুন্সীগঞ্জে সম্ভব চেয়ারম্যান প্রার্থীর পরিবারসহ হত্যা হুমকি” সংবাদ সম্মেলন।


প্রকাশের সময় :২৪ এপ্রিল, ২০২৪ ৩:৪০ : অপরাহ্ণ

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সম্ভাব্য এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পরিবারসহ সকলকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেল হয়েছে।

মঙ্গলবার দুপুরের জেলার সিরাজদিখান উপজেলার কালীনগর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হত্যার হুমকির এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল জাদিদ ইরান।

এসময় তিনি বলেন,তিনি আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে প্রচার-প্রচারণা চালাতে গেলে তার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক ও তার কর্মিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।

এছাড়াও হাজী আবু বক্কর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৮ শ্রেণীতে পড়ুয়া আমার সন্তান মাকসুদুল ইসলামকে স্কুলে যেতে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এতে করে তার ছেলের পড়াশুনা ব্যাহত হচ্ছে বলেও তিনি দাবি করেন। এসব ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি করেছেন৷
হাজী আবু বক্কর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক বাবু নিরুদ রঞ্জন রায় বলেন, বর্তমান গরমের কারনে স্কুলে বন্ধ এতে করে সকল ছাত্র-ছাত্রীদের ছুটি দেয়া হয়েছে। তবে ওনার ছেলেকে কেউ পাঠদানে বাধা দেয়নি। ওনি নির্বাচনকে কেন্দ্র করে এসব মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।
অভিযুক্তকারীকে মানসিক ভারসাম্যহী দাবিকরে এবং তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও বানোয়াট জানিয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন,এবারের উপজেলা নির্বাচন উন্মুক্ত যেকেউ প্রার্থী হতে পারে বাঁধা দেয়া বা হুমকি দেয়ার তো প্রশ্নই আসেনা। আর বর্তমানে স্কুল বন্ধ সব ছাত্র-ছাত্রীরা ছুটেতে রয়েছে৷


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১