সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা ইসলাম

সিরাজদিখানে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২৪ ১১:৩৫ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১৪ টি ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে, ঈদ উপহার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে,

শুক্রবার ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নে প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করেন সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক। এর আগে বালুচর বাসাইল ও লতব্দী ইউনিয়নে নয় শতাধিক দুস্থদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেন তিনি।

গতকাল বিতরণের সময় উপস্থিত ছিলেন,ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুমন মিয়া,লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মো ফজলুল হক,বয়রাগাদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ,সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বয়রাগাদি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন গাজী,গ্রীন লাইন পরিবহনের জি এম আব্দুস সাত্তার সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এ সময় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণকালে আলহাজ আবু বকর সিদ্দিক বলেন,আমি আপনাদের সুখে-দু:খে পাশে ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। আমার ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত তহবিল থেকে সামান্য উপহার নিয়ে আপনাদের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে চাই


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১