মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক’র ইফতার ও দোয়া মহফিল।


প্রকাশের সময় :২৬ মার্চ, ২০২৪ ১:৩৯ : পূর্বাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ 

পবিত্র মাহে রমজান উপলক্ষে,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আবু বক্কর সিদ্দিক এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার ঢাকায় তার নিজ কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল করিম,ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া,বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন গাজী,
উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মনির হোসেন মিলন, এস এম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, মুন্সিগঞ্জ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আখি শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক,আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত, পরে মোনাজাত শেষ সুস্বাদু খাবার পরিবেশন এর মধ্যে দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

 


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১