সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলার পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হতে সাবেক ছাত্রনেতা মনির হোসেন মিলন মতবিনিময় সভায় করেছেন। শনিবার বিকেল ৫টায় লতব্দী মাদবর বাড়ি মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লতব্দী ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো: আলী হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম দিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি শেখ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডি এম মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন খান, আওয়ামী লীগ নেতা হাতেম খান, সমাজ সেবক জসীমউদ্দীন, মোখলেস, শেখ শাখয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।