স্টাফ রিপোর্টার
অদম্য সাহসের সাথে দুরন্ত সংবাদ প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কাগজ সপ্তম বর্ষে পদার্পণ করেছে।
জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের
সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জের সিরাজদিখানে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের এই পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার ও সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক আনিসুর রহমান নিলয়ের সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, থানার ওসি মুজাহিদুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক,
লতব্দি ইউপির চেয়ারম্যান হাফিজ মো. ফজলুল হক, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান শেখ তাজুল ইসলাম পিন্টু, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছীর উদ্দিন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এইচ আই লিংকনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা স্টাফ রিপোর্টার আনিসুর রহমান নিলয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক খায়রুল আলম রফিকের সুস্থতা ও নেক হায়াত কামনা করেন।