আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জে সিরাজদিখান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করেন,কাজী নজরুল ইসলাম বাবুল ও মোক্তার হোসেন, সহ সভাপতি পদে নির্বাচন করেন সালাউদ্দিন ও হাবিবুর রহমান
সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন আব্দুল্লাহ আল মাসুদ ও রিয়াজ মাহমুদ মান্নান, এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন করেন ইসমাইল খন্দকার ও গোলাম মোস্তফা।
সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সুন্দর ও মনোরম পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এমদাদুল হক পলাশ প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজদিখান প্রেসক্লাব। এ সময় ২৯ টি ভোটের মধ্যে ২৭ টি ভোট কাস্ট হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের উপস্থিতিতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন, সাবেক অধ্যাপক আনোয়ার খান বাদল। এ সময় ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মুক্তার হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী নজরুল ইসলাম বাবুল পান ১৩।
সাধারণ সম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল্লাহ আল মাসুদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ মাহমুদ মান্নান পান ৮ ভোট। ১৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন সালমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পান ১০ ভোট।
কোষাধক্ষ পদে, গোলাম মোস্তফা ১৬ পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল খন্দকার পান ৯ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আজাদ বিন নাদভী,দপ্তর ও প্রচার সম্পাদক আজিম হাওলাদার,সাহিত্য ও সমাজ কল্যাণ সম্পাদক সুলতানা আক্তার,ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, এবং কার্যকরী সদস্য নির্বাচিত হন আরিফ হোসেন হারিছ।