আনিছুর রহমান রুবেলঃমুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে কভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজির ১ যাত্রী নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন সিএনজির অপর ২ যাত্রী।
গতকাল রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত মো.ওহাব খান সুমন (৫০) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজী মোবারক আলীর পুত্র । গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কভার্ডভ্যান ও সিএনজিটি আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-অ-১১-৫৪৭১ কভার্ডভ্যানটি বেতকা হতে ঢাকার দিকে যাচ্ছিল আর মুন্সীগঞ্জ-থ-১১ সিএনজিটি বেতকার দিকে যাচ্ছিল । সকাল সাড়ে ৭ টার দিকে কালিনগর এলাকায় গাড়ি দুটি মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১ জন মারা যায় ,আহত হয় অপর দুই সিএনজি যাত্রী ।
সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম জানান, দুটি গাড়ি আটক করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।