বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা দুর্ঘটনা

সিরাজদিখানে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু।


প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৫ : অপরাহ্ণ

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাউছার নামে এক যুবক মারা গেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদি গ্রামের মোস্তফাগঞ্জ মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী কাউসার (ওরফে জীবন) মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামের সারোয়ারের ছেলে।

স্থানীয়রা জানান, কাউসার সন্ধ্যায় পশ্চিম শিয়ালদী গ্রামে তার চাচা সাইফুলের ভাড়া বাড়িতে আসেন। ওই বাড়িতে গত কয়েকদিন আগে তার চাচাতো বোন সাদিয়ার বিয়ের অনুষ্ঠান হয়েছে। চাচাতো বোন সাদিয়া বলেন,কাউসার ঘুরতে ঘুরতে তাঁদের বাসায় আসে,পরে আমি তাকে সেমাই দিয়ে নাস্তা দেই,

কাউসার বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর চাচাতো বোন সাদিয়া চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পায় এবং দরজা খুলে গিয়ে দেখেন তার চাচাতো ভাই কাউসার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গেছ।

স্থানীয়রা কাউসারকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয়রাদের মাধ্যমে খবর পেয়েে পুলিশ পাঠিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১