শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

ঝিকুটের শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত।


প্রকাশের সময় :২৮ অক্টোবর, ২০২৩ ১২:৫৯ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

“পরিবর্তমান পদযাত্রা” এ শ্লোগানে প্রতি বছরের ন্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২৮ অক্টোবর সকাল ১০ টা থেকে ১১:১৫ মিনিট পর্যন্ত রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় সিরাজদিখানের ১৪ টি ইউনিয়নের প্রায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৪৬৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

এ-সময় কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ কাদের, সহকারি হল সুপারের দায়িত্ব পালন করেন মো. আমানুল্লাহ, লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম ও ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার।

বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হবে। পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১