বিনোদন ডেস্ক
বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’। চলতি বছরে সেই ছবির জন্যই সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পেলেন আলিয়া। মাসখানেক আগে নাম ঘোষণা হলেও মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।
এসময় তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী ও বলিউড অভিনেতা রণবীর কপূর। স্ত্রী পুরস্কার গ্রহণ করার সময় তার ছবি তুলতে ভুলেননি এই তারকা। এরপর রণবীরকে সঙ্গে নিয়ে সেলফি তোলেন আলিয়াও। স্বামীর কপালে চুমু দেওয়া সেই ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এরপরই শুরু হয় আলোচনা।