সিরাজদিখান মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত ১৪/০৬/২০২৩ বিকালে সহকারী পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল ও অফিসার ইনচার্জ, সিরাজদিখান থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক অপারেশন এর দিক নির্দেশনায়, একটি অভিযান চালিয়ে,
একজন ইয়াবা ব্যবসায়ী সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
এসআই মোঃ ফকরুল হাসান ফারুক, এসআই মোঃ মাহাবুর রহমান, এএসআই মোঃ ফরিদ, এএসআই মোঃ রমজান, এএসআই আমজাদ হোসেন, এএসআই মোঃ ফরহাদ সহ একটি সঙ্গীয় ফোর্স সিরাজদিখান থানাধীন বয়রাগাদী ইউনিয়নস্থ চিকনাইসার এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৮১ পিস ইয়াবা সহ আসামী- নুর ইসলাম ছদ্মনাম নুরু মিয়া (৫০) কে গ্রেপ্তার করেন , জানা যায় আসামি নুর ইসলাম, সিরাজদিখান থানার কুমারখালী গ্রামের মৃত মন্তাজ উদ্দিন এর ছেলে। গ্রেপ্তারের পর নুর ইসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
অন্য দিকে বাকি ৩জন হলো সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী মোঃ চঞ্চল তালুকদার (৩৬), পিতা-মোঃ হারুনুর রশীদ তালুকদার,: গ্রাম- ছোট পাউলদিয়া, পোঃ বড় পাউলদিয়া, আশোক আলী (৬৫), পিতা-খান মিয়া, স্থায়ী: গ্রাম- ফেগুনাসার, পোঃ মালখানগর, এবং হারুন অর রশিদ, পিতা-মহব্বত আলী, মাতা-সেতারা বেগম, স্থায়ী: কালিনগর, খাসমহল বালুচর।
এ বিষয়ে জানতে চাইলে,ওসি তদন্ত আজগর হোসেন জানান,
গতকাল আমাদের একটি ফোর্স উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮১ পিস ইয়াবাসহ নূরইসলাম নামের একজন ও সিআর পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করেন।
গ্রেফাতারের পর ৪জনকেই আইনি সকল পক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।