সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

সিরাজদিখানে নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন।


প্রকাশের সময় :১১ জুলাই, ২০২৪ ৮:০৫ : অপরাহ্ণ
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; module: photo; hw-remosaic: false; touch: (0.3675926, 0.17447917); sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; aec_lux_index: 0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 42;

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে উপস্থিত সদস্যদের উপস্থিতিতে নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়,এতে অত্র মাদ্রাসার সাবেক সভাপতি মাওলানা মোঃ হোসেন কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও নির্বাচনী প্রিজাইডিং অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, নেছারাবাদ নূরিয়া দাখিল মাদরাসার প্রিন্সিপাল, মাওলানা মোঃ হাসান তালুকদার,
নেছারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ মোকলেছুর রহমান,
অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, মাওলানা মোঃ জাকির হোসাইন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ। সকালের উপস্থিতি ও সর্বসম্মতিক্রমে মাওলানা মোঃ হোসেন কে সভাপতি হিসেবে ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন।

এর আগে, গত ০৪/০৭/২০২৪ পরিচালনা পর্ষদ নির্বাচনে অভিভাবক সদস্য নির্বাচিত হন,মাওলানা মতিউর রহমান, মাওলানা মহসিন শেখ শওকত আলী মল্লিক ও আব্দুল হাই,। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে নির্বাচিত হন মাওলানা নজরুল ইসলাম, ও মাওলানা ফারুকুল ইসলাম,
সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন রুমানা। পরে দোয়া ও মোনাজাত শেষে নবনির্বাচিত সভাপতি কে ফুল দিয়ে বরণ করে নেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল ও সাবেক সভাপতি এ সময় উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১