সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এ শ্লোগানে বিভিন্ন আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২8 অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ড. মুহাম্মদ জমির হোসেন আইডিয়াল স্কুল পরিচালক ডা: শাহানা আফরোজ।
শনিবার ১০ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় মাঠে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের সভাপতিত্বে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২৬ টি ইভেন্টে ‘ক’ এবং ‘খ’ ‘গ’ ‘ঘ’গ্রুপে অনুষ্ঠিত হয়।
এতে প্লে হতে পঞ্চম শ্রেণীর শতাধীক ছাত্র-ছাত্রী অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের
সহকারী শিক্ষক আমিনুর রহমান, মহিউদ্দিন, আবু সিদ্দিক ও অন্তরা আক্তার।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আওলাদ হোসেন।
রেডিও টেলিভিশনের নিয়মিত শিল্পী মো: উজ্জ্বল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন বাদল,উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য এসএম শাহাদাত হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন পরিষদ ৫নং ওয়ার্ড সদস্য মো: লিয়াকত সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।