সিরাজদিখান প্রতিনিধিঃ
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিভাগ।
শনিবার (৪ নভেম্বর) রাজধানীর আরামবাগে আয়োজিত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীরের নেতৃত্বে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় দুই হাজারেরও অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল ৯ টা থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদানের লক্ষে ঢাকার মতিঝিল শাপলা চত্বর এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। পরে গোলাম সারোয়ার কবীরের নেতৃত্বে সেখান থেকে মিছিল বের করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্যের নানা শ্লোগানে সমাবেশে অংশগ্রহণ করেন তারা। এছাড়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল ও জণসমূদ্রে পরিনত করতে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ঘন্ড ঘন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা। এর আগে সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদের নেতৃত্বে উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ হাজার নেতাকর্মী ও শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের প্রায় দেড় হাজার নেতাকর্মী সমাবেশ যোগদানের লক্ষে রাজধানীর মতিঝিল মাপলা চত্ত্বরে গিয়ে জড়ো হন।