শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদিখানে বেরিবাদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৩ ১১:৩৮ : অপরাহ্ণ

সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ধলেশ্বরী নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেতে তিন ফসলি জমি বসতবাড়ি রক্ষায় বেরিবাদের দাবিতে মানববন্ধনে করেছেন স্থানীয় এলাকাবাসি।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী বাজার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন তুলসীখালী, ডাকেরহাটি,গোয়ালখালী তিনটি গ্রামের ৪ শতাধিক নারী ও পুরুষ।

মানববন্ধনে আসা রানু বেগম বলেন,বিগত প্রায় এক বছর থেকে এই এলাকায় ধলেশ্বরীর ভাঙ্গন  তীব্র আকার ধারণ করেছে। ভাঙ্গনে আমাদের বসতভিটা ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমি পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি,তাই আমি ভাঙ্গন রোধে দ্রুত বেরিবাদ তৈরির ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল খান বলেন, আমার এই ওয়ার্ডের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ধলেশ্বরীর ভাঙ্গন দেখা দিয়েছে। ধলেশ্বরীর  এ অঞ্চলের চল্লিশটিরও বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছেন। বর্তমানে দিশেহারা অবস্থা তাদের। এখনও শতাধিক পরিবার ভাঙ্গন আতঙ্কে আছেন। আমন ধানের ক্ষেতসহ শতশত বিঘা ফসলি জমি নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এভাবে চলতে থাকলে অচিরেই দুটি গ্রাম নদীতে বিলীন হয়ে যাবে। আমি এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট সকলের নিকট ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

চিত্রকোট ইউপি চেয়ারম্যান সামছুল হুদা বাবুল বলেন, ইউনিয়নের ধলেশ্বরীর তীরের মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে ধলেশ্বরীর ভাঙ্গন । নদীর অব্যাহত ভাঙ্গন দিনে দিনে দীর্ঘ হচ্ছে নিঃস্ব মানুষের তালিকা। আমি ভাঙ্গন রোধে উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করছি।

মানববন্ধনে অংশ নেয় চিত্রকোট ইউপি চেযারম্যান সামছুল হুদা বাবুল, আওয়ামীলীগের সাধারান ইঞ্জিনিয়ার ইয়াকুব ইয়াকুব হোসেন,৯ নং ইউপি সদস্য শহীদুল খান,তুলশী রিভার ভিউর চেয়ারম্যা মোহাম্মদ মোক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর আলমসহ ২ শতাধিক নারী পুরুষ ঘন্টা এ ব্যাপি মানববন্ধন করেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১