সিরাজদীখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে ১ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
আহত ব্যক্তি হলেন বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের তাহের মুন্সীর ছেলে ফয়েজ মুন্সী (৫০) । আহত ফয়েজ মুন্সীকে প্রথমে সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওসমান গনি(২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ ।
বালুচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম ও থানা পুলিশ জানায় ,বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি বালুচর গ্রামের তাহের মুন্সীর ছেলে ফয়েজ মুন্সীর সাথে একই এলাকার কাদের মুন্সীর ছেলে জামাল মুন্সীর ট্রলার তৈরীর টাকা নিয়ে লেনদেন ছিল । মঙ্গলবার সন্ধ্যায় লেনদেন নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে জামাল মুন্সীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফয়েজ মুন্সীর উপর হামলা করে । এ সময় ফয়েজ মুন্সীর ঘাড়ে টেটাবিদ্ধ হয় । টেটাবিদ্ধ আহত ফয়েজ মুন্সীকে প্রথমে সিরাজদীখান স্বাস্থ্যকম্পপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক ঢাকা রেফার্ড করেন ।
সিরাজদীখান থানার ওসি মো.মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রলার তৈরীর টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে লেন দেন ছিল । এ নিয়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে । গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ওসমান গনি নামে (২৫) একজন আটক আছে । মামলার প্রস্তুতি চলছে।