বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

সিরাজদিখানে ডিবি পরিচয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই


প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৫ ১০:১৬ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৪ জানুয়ারী দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী গ্রামের ফারুকের পোল্ট্রি ফার্মের সামনে
এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জৈনসার ইউনিয়নের ভবানীপুর পশ্চিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন শেখের ছেলে আফজাল শেখ (৬৫) ও জৈনসার ইউনিয়নের ভবানীরপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মচারী।

ভুক্তভোগী আফজাল শেখ (৬৫) জানান,
নিমতলা ইসলামী ব্যাংক শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নিমতলা হতে বাসযোগে ইছাপুরা পৌছিয়ে ভবানীপুর এজেন্ট শাখায় যাওয়ার উদ্দেশে ব্যাটারি চালিত ইজিবাইকে উঠে জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলাম।জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস আমাকে গতি রোধ করে ডিবি পুলিশ পরিচয়ে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি অস্ত্র ঠেকিয়ে হ্যান্ডকাফ পরিয়ে তাদের গাড়িতে তোলে।এসময় চশমা ভেঙ্গে চোখ বেঁধে ফেলে এবং আমার নিকট হতে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।পরে আমাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রুহিতপুর এলাকায় ফেলে যায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল ) আ ন ম ইমরান খাম জানান,আফজাল শেখ জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকা থেকে একটি মাইক্রোসে উঠিয়ে নিয়ে মারধর করে। পরে মহাসড়কের কেরানীগঞ্জের অজ্ঞাত একটি স্থানে ফেলে যায়। তবে এ বিষয়ে আমরা তদন্ত করে বিস্তারিত পরে জানাতে পারবো।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১