আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ীদের নৈতিক মান উন্নয়নের লক্ষ্যকে রেখে শুক্রবার দুপুর ৩ টায় মুন্সীগঞ্জ সদরে অবস্থিত রয়েল পার্টি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন, আইবিডব্লিউএফ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মজিবর রহমান। আইবিডব্লিউএফ মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উন্নয়ন সোসাইটির চেয়রাম্যান ও আইবিডব্লিউএফ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা আ.জ.ম রুহুল কুদ্দুস, আইবিডব্লিউএফ ঢাকা সাউথ জোনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সারোয়ার সাঈদ। সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পরিচালক আলহাজ্ব মোঃ মহিউদ্দীন মোল্লা, অরোরা রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল কালাম, হাজ্বী ভ্যারাইটিজ স্টোরের পরিচালক মোঃ আক্তার হোসেন মেম্বার, বিসমিল্লাহ বিল্ডার্সের পরিচালক আলহাজ্ব মোঃ হারুন অর রশিদসহ আরো অনেকে।