শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা রাজনীতি

সিরাজদীখানে গণঅধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যােগে কম্বল বিতরণে ভিপি নুর


প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৫ ১১:৩০ : অপরাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

মুন্সিগঞ্জের সিরাজদীখানে গণঅধিকার পরিষদের উদ্যােগে,গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ জাহিদুর রহমানের পক্ষ থেকে অসহায় শীতার্ত প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় টায়, ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ সিরাজদিখানের সার্বিক সহযোগিতায় উপজেলার সিরাজদিখান অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা শাখার আহবায়ক মো.জাহিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন গণঅধিকার পরিষদের নির্বাহী সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু।
যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, ফারুক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণঅধিকার পরিষদের সহ সভাপতি হাবিবুর রহমান রিজু
কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান,অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম
মুন্সিগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মনসুর আহমেদ,যুগ্ম সদস্য সচিব রাসেলসহ মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের ৬ টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি নুর বলেন, এই সরকার কেয়ার টেকার সরকার না,অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার ৩ মাসের কোন দায়িত্ব প্রাপ্ত সরকার না, শত সহস্র মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষের ফল আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার।
তিনি আরো বলেন আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে,এই রাষ্ট্র কে একটি মানবিক ও গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে।সেই গনতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতা মূলক ও জনবান্ধন একটি প্রশাসনিক ব্যাবস্থা গড়ে তুলতে হবে। রাস্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
এসময় তিনি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ জাহিদুর রহমান কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১