সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপি ইউপি চেয়ারম্যানের অফিস কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কাওছার আহাম্মেদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকার,সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, বয়রাগাদী ২ নম্বর ওয়ার্ড সদস্য তন্ময় ইসলাম স্বপন, বয়রাগাদী ৪ নম্বর ওয়ার্ড সদস্য ওমর ফারুক তালুকদার, বয়রাগাদী ৫ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি প্রতীক বনিকসহ আরো অনেকে।