বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা আইন অপরাধ

বিএনপির ৭ আইনজীবীকে অব্যাহতি, আবেদনকারীকে জরিমানা


প্রকাশের সময় :৩ নভেম্বর, ২০২৪ ১:৫৩ : অপরাহ্ণ

অনলাইন  ডেস্ক:  বিএনপির সাত আইনজীবীকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ।রোববার (৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।এদিকে, আদালতে উপস্থিত না থাকার কারণে আবেদনকারীকে এক লাখ টাকা জরিমানা দেওয়া হয়েছে। এই জরিমানার টাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে জমা দিতে হবে।

অব্যাহতিপ্রাপ্ত সাত আইনজীবীর মধ্যে রয়েছেন— জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। আগে, ১২ জুন আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিলের ঘটনায় এই আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১