সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা কক্সবাজার

কক্সবাজারে স্পা সেন্টারে পর্যটক ব্ল্যাকমেইল, পরিচালকসহ ৫ নারী আটক


প্রকাশের সময় :১২ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:০৩ : অপরাহ্ণ

শওকত আলম, কক্সবাজার :

কক্সবাজার শহরের কলাতলী হোটেল ওয়ার্ল্ড বিচ-এ স্পা সেন্টারের আড়ালে পর্যটক হয়রানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে স্পা সেন্টারের পরিচালকসহ ৫ নারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদ এলাকার রশিদ আহমদের মেয়ে জহুরা বেগম (২৬), টেকনাফ উপজেলার জাহাজপুর এলাকার বাসিন্দা ও বর্তমানে শহরের কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মোহাম্মদ লিটনের মেয়ে ফারহানা আক্তার (২০), গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার বাসিন্দা ও বর্তমানে কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার রনি শেখের মেয়ে তমা খানম (২১), কক্সবাজার জেলগেইট এলাকার আবুল হোসেনের মেয়ে সাহিদা (২৪) ও কলাতলীর চন্দ্রিমা মাঠ এলাকার মৃত জসিম উদ্দিনের মেয়ে জেসমিন আক্তার জুঁই (৩১)।

 

আটককৃতরা হোটেল ওয়ার্ল্ড বীচের গোপন কক্ষে স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ।

 

তিনি জানান, কলাতলী হোটেল ওয়ার্ল্ড বিচে গ্ল্যামার স্পা সেন্টারে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পেয়ে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে একজন নারী নিজেকে সাংবাদিক পরিচয় দেন। পরে তিনি ভুয়া সাংবাদিক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া ওই স্পা সেন্টারে পর্যটকদের হয়রানি করে তাদের টাকা ছিনিয়ে নেয়া ছাড়াও পর্যটকদের ব্ল্যাকমেইল করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে স্পা সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১