সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে সরস্বতী পূজা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১:০৪ : অপরাহ্ণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

শ্রদ্ধাঞ্জলি, যজ্ঞ, ভক্তিগীতি আর আরতির আর সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যদিয়ে সিরাজদিখানে অনুষ্ঠিত হয়েছে বিদ্যা দেবী সরস্বতীর পূজা।

শ্রী পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত এই পূজায় আজ বুধবার সকাল থেকেই অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে পূজা শুরু হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ায় মহল্লায় যৌথ পূজা এবং ব্যক্তিগত মিলিয়ে সিরাজদিখানে উপজেলা প্রায় দেড় হাজারের অধিক পূজা মন্ডপে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে সন্তোষপাড়া হরেন্দ্র স্যারের বাড়ি, মহাদেব বাড়ি, রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজ, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মন্ডপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছে।

সকাল থেকেই দেবীর পায়ে অঞ্জলি নিবেদন করতে শত শত বিদ্যার্থীরা তাদের স্কুল কলেজে এসে উপস্থিত হয়। দেবীর কাছে পুরোটা বছর যেন নির্বিঘেœ এবং মনোযোগ সহকারে পড়াশুনা করে ভাল ফলাফল করতে পারেন এই কামনা করে। আর নিজেদের ও সংসারের অন্যদের মঙ্গল কামনা করেন বয়স্ক ভক্তরা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১