শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা জাতীয়

ঈদের রেসিপি : নারিকেল দুধে সেমাই


প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২৩ ৩:১২ : অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক ঈদের আয়োজনে সেমাই থাকবেই। সকালে মিষ্টিমুখ করার জন্য সেমাইয়ের কোনো না কোনো পদ তৈরি হয় প্রায় সব বাড়িতেই। একটু ব্যতিক্রমী স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন নারিকেল দুধে সেমাই। এর সঙ্গে নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে তৈরি করা লাচ্ছা সেমাইয়ের এই পদ খেতে দারুণ সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

লাচ্ছা সেমাই- ৫০ গ্রাম

নারিকেল দুধ- ২৫০ গ্রাম

নারিকেল পাউডার দুধ- ৫০ গ্রাম

 

নারিকেল কোরানো- ২ চামচ

খেজুর গুড়- স্বাদমতো

কাজু বাদাম গুঁড়া- ৪ চামচ

ঘি- ১ চামচ

নারিকেলের টুকরা- কয়েকটি

কাজু ও কিশমিশ- ১ চামচ।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেমাই লাল করে ভেজে তুলে নিতে হবে। সেমাই ভেঙে ছোট করা যাবে না। এবার প্যানে নারিকেল দুধ দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে জ্বাল দিন। একটি বাটিতে কাজু বাদাম পাউডার, নারিকেল পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেড়ে নিন। এবার তাতে গরম অল্প নারিকেল দুধ মিশিয়ে মিশ্রণটি ফুটন্ত নারিকেল দুধে ঢেলে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।

দুধের মিশ্রণে খেজুরের গুড় ও কোরানো নারিকেল মিশিয়ে ভালো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। ভাজা সেমাই পরিবেশন পাত্রে রেখে ওপর থেকে দুধের মিশ্রণটি ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দমতো কাজু, কিশমিশ ও নারিকেল টুকরো দিয়ে সাজিয়ে পরিবশন করুন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১