সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা উপজেলার খবর

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতাকর্মীরা যেকোন অপকর্মে জড়িয়ে গেলে কঠিন সাংগঠনিক ব্যবস্থা —মোতাহার হোসেন তালুকদার


প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২৪ ১:২৩ : পূর্বাহ্ণ
নুরুল আমিন, ফুলপুর ময়মনসিংহ: ফুলপুরস্থ সাংবাদিকদের সাথে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার রোববার শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে রোববার এক মত বিনিময়র সভা করেন । এ সময় তিনি সংবাদ কর্মীদের উদ্দেশ্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন তার বাস্তবায়নে আমরা কাজ করছি । ৫ ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান দেশকে শান্তিপূর্ণ রাখতে সর্বস্তরে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
আমরা সেই নির্দেশ মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনা করছি। এই মেসেজটা দেওয়ার জন্যই আপনাদের সাথে আজকের এই মতবিনিময়।ফুলপুর তারাকান্দায় সংখ্যালঘু সম্প্রদায়ের সহ সকলের নিরাপত্তা বিধানে আমরা সফল হয়েছি। এ সময় ফুলপুর তারাকান্দার সাংবাদিক সমাজকে তাদের লেখনীর মাধ্যমে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এর আগে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা মোতাহার হোসেন তালুকদার। সে সভায় তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা কোন অপকর্মে জড়িয়ে গেলে তাদের বিরুদ্ধে কঠিন সংগঠনিক নেয়া হবে। একটা দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত বলেও জানান তিনি।মত বিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও ফুলপুর উপজেলা কর্মরত ২৪ জন স্থানীয় সাংবাদিক অংশগ্রহণ করেন।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১