আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঋণের দায় সইতে না পেরে দুই সন্তানকে মেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রথমে ২ সন্তান তাওহীদ (৭) ও ছাইমুনা( ৯) কে বিষ খাইয়ে মৃত্যু নিশ্চিত করে পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সালমা বেগম। জানা যায়, সালমা বেগমের মেয়ে ছাইমুনা সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী
শনিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপর কাইজ্জার চর এলাকার মধুমিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রাথমিক ভাবে জানা যায়, মৃত ছালমা বেগমের স্বামী মোঃ ওলি মিয়া ২০১৮ সালে সৌদি আরবে যায়, যাওয়ার আগে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে ৮ লক্ষ টাকা লোন করেন,বর্তমানে মুনাফা সহ সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা, এই ঋণের চাপে প্রতিনিয়তই সালমা বেগমের পোহাতে হয় নানা ধরনের যন্ত্রণা।
প্রতিনিয়ত ঋণের চাপে পালিয়ে বেড়াতে হয় সালমা বেগমকে।
স্থানীয়রা জানান, সালমা বেগম প্রায় সময় বাসায় থাকতো না রাতে বাড়িতে আসতো, এনজিও ও পাওনাদারদের থেকে প্রতিনিয়তই পালিয়ে বেড়াতো সালমা বেগম
হয়তোবা এজন্যেই সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনার স্থলে যাই, সেখানে গিয়ে আমরা দুটি শিশু ও একটি গৃহবধূর লাশ উদ্ধার করি,শিশু দুটি গৃহবধূ সালমা বেগমের নিজের সন্তান মেয়ে ছাইমুনা ও ছেলে তাওহীদ। দুই জনকেই বিষ খাইয়ে মারা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং গৃহবধূ নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
প্রতিবেশিদের ধারনা অতিরিক্ত ঋণের চাপে এই ঘটনা হতে পারে বলে তারা মনে করে।
আমরা লাশ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি, তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।