সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোঃ সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে পথচারী ও স্থানীয় জণসাধারনের জন্য টিউবওয়েল স্থাপন করা হয়েছে। সংগঠনটির নিজস্ব অর্থায়নে শুক্রবার বিকালে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজার সংলগ্ন স্থানে ৭ শত ৫০ ফুট গভীর আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপনের পর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। মোঃ সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা মোঃ হুমায়ুন দেওয়ানের সভাপতিত্বে ও আব্দুল লতিফ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম শেখ, মোঃ সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের সভাপতি জামান শাহীন হাওলাদার রতন, মুন্সিগঞ্জ জেলা যুবমহিলা লীগের যুগ্ন আহবায়ক আখী শাহীন, জৈনসার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা,
জৈনসার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহান শেখ, জৈনসার ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগ নেতা জাহাঙ্গীর শেখ। এছাড়া মোঃ সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের প্রতিষ্ঠাতা রাশেদ দেওয়ান মেননসহ সংগঠনে অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।