সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিকেল ৫টার দিকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়টির সাবেক পরিচালনা পর্ষদের সভাপতি মো.ইকবাল হোসেন চোকদার। সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম মিয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।