আকাশ মন্ডল,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কম মূল্যে গরু বিক্রি না করায় আকাশ মন্ডল নামে এক যুবককে কুপিয়ে জখম, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট অভিযোগে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রোজেরহাটি গ্রামে ঘটে এই ঘটনা। এ ঘটনায় একই গ্রামের মিশু মিয়া ও কালাম নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানাযায়, আকাশ মন্ডল তার পালিত গরু বিক্রি করতে চাইলে ব্রজেরহাটি গ্রামের মঞ্জু মিয়ার ছেল মিশু মিয়া ও আবেদ আলীর ছেলে কালাম কম দাম বললে সে অন্যাত্র গরুটি বেশী দামে বিক্র করে। সে কারনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মিশু ও কালাম অজ্ঞাতনামা আরো ৩/৪ জন মিলে আকাশ মন্ডলের বাড়িতে গিয়ে হামলা করে। বাড়িঘর ভাঙচুর করে ঘরে ঢুকে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। এ সময় আকাশ ও তার মা বাধা দিতে আসলে তারা আকাশ মন্ডলকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে এসে আকাশ মন্ডলকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিডফোর্ড হাসপাতালে রেফার্ড করে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে অফিসার পাঠিয়ে অভিযুক্ত দুই আসামিকে থানায় নিয়ে আসা হয়েছ ও মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।