নিজস্ব প্রতিবেদক : গত ২৫ এপ্রিল ২৩ সোমবার সকাল ১০ টা হতে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পদুয়ার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ” হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ একতা সংঘ ” এর ব্যাবস্থাপনায় এবং আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রহঃ ফাউন্ডেশন ছগিরাপাড়া, পদুয়া এর সার্বিক সহযোগিতায় ৩য় তম ইমাম হাসান হোসাইন রাদ্বিঃ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী ও ৩ গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ জসিম উদদীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
এতে শিক্ষায় অবদান রাখায় ৩ জন সম্মানিত শিক্ষক কে গুনীজন সংর্বধনা এবং মোট ৩৪ জন মেধাবী ছাত্র-ছাত্রী কে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয়। সংর্বধিত গুণীজনরা হলেন- ঐতিহ্যবাহী বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম ,পদুয়া নাওঘাটা সরকারি প্রাথমিক স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম ও আলী সিকদার পাড়া সরকারি প্রাথমিক স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক মোহাম্মদ নবী উদ্দিন।
উল্লেখ্য যে, গ্রামের পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের কে অগ্রসর ও জ্ঞান প্রতিযোগিতার উৎকর্ষতার এ যুগে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে উৎসাহিত করতে হযরত ইমাম হাসান-হোসাইন স্মৃতি বৃত্তি পরীক্ষা চালুর একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার প্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচির একটি অংশ এই বৃত্তি পরীক্ষা। বর্তমান শিক্ষা নীতি বাস্তবায়নে একতা সংঘের এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করবে বলে- বক্তরা আশা প্রকাশ করেন। সম্মানিত অতিথিবৃন্দরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে আরো সুন্দর কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথি ছিলেন – পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ প্রকৌশলী এস,এম জাবেদ করিম সাহেব। বিশেষ অতিথি ছিলেন পদুয়া দারুসসুন্নাহ কামিল মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ও ঐতিহ্যবাহী ছগিরাপাড়া শাহী জামে মসজিদ এর সম্মানিত খতিব মাওলানা হাফেজ মাহমুদুল হক সাহেব, পদুয়া এ.সি.এম. উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম,বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম , নাওঘাটা স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক মোহাম্মদ মোরশেদ আলম ও আলী সিকদার পাড়া স্কুলের সম্মানিত সহকারী শিক্ষক মোহাম্মদ নবী উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুষ্ঠ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী, অভিভাবকদের কে হযরত ইমাম হাসান- হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘ, ছগিরা পাড়া, লোহাগাড়া, চট্টগ্রামের সদস্যবৃন্দ, এলাকাবাসী ও স্কুল কতৃপক্ষ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- একতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষাবিদ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাওহীদুল ইসলাম ও এনামুল হক, সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সুলতান মাহমুদ সাজিদ, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব,পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব,বাণিজ্য সম্পাদক মামুনুর রশিদ নিশান,
দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, মুহাম্মদ রিদওয়ানুল হক, তানজিবুর রহমান রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক তাইমুনুর রহমান জিয়াদ, জাবেদ, মুহাম্মদ জমির উদ্দীন, মুহাম্মদ আযম, মাঈনুল হাসান মানিক, আব্দুল্লাহ, মুহাম্মদ সাকিব, ওয়াহিদ, মহসিন, আরমান, ফাহিম আলী, সায়নান মাহমুদ সাদ, জুহাইর, সাবিত, জাঈম, আইনান সহ প্রমুখ।