মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুচর ইউনিয়নের নামাপাড়া বালুচর গ্রামের মোহাম্মদ মোহর আলীর মেয়ে (মোসাম্মৎ মোহনা) নিখোঁজ, বুধবার বিকেল ৪ টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না, মেয়েটির পরনে ছিলো লাল রঙ্গের জামা, যদি কেউ পেয়ে থাকেন তা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন।
01945552202