শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা শিক্ষা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হলো


প্রকাশের সময় :২৮ মার্চ, ২০২৩ ১২:১৩ : অপরাহ্ণ

শ্রীনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর ইউনিয়নের খৈয়াগাও গ্রামে অবস্থিত ফুল পাখি নদী সংস্থার আয়োজনে,জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার ঢাকা বিভাগীয় সভাপতি ও ফুল পাখি নদী সংস্থার উপদেষ্টা জনাব আনিসুর রহমান রুবেল এর ব্যক্তিগত অর্থায়নে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুল পাখি নদী সংস্থার বিনামূল্যে শিক্ষা কার্যক্রম কর্মসূচির অংশ হিসেবে শিশুদের মাঝে, বই খাতা কলম বিতরণ করা হয়। গত সোমবার বিকাল পাঁচটায় ফুল পাখি নদীর সংস্থার প্রধান কার্যালয়ে, ফুল পাখি নদী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়, শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুল পাখি নদীর সংস্থার উপদেষ্টা ও জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থার ঢাকা বিভাগীয় সভাপতি আনিসুর রহমান রুবেল, জাতীয় পরিবেশ ও মানবাধিকার অধিকার সংস্থার ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি মুক্তার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সহ আরো অনেকে, এসময় সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করে এবং অদূর ভবিষ্যতে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে যে কোন সুযোগ-সুবিধা প্রদানের অঙ্গীকার দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা জনাব আনিসুর রহমান রুবেল। এ সময় বাচ্চাদের মুখে হাসির ঝলক ফুটে উঠে এবং সৃষ্টি হয় একটি আনন্দঘন মুহূর্তের।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১