শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |

মূলপাতা চট্টগ্রাম

অবৈধ উপায়ে গ্যাস বিক্রি চট্টগ্রামে সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান জব্দ


প্রকাশের সময় :২৭ মার্চ, ২০২৩ ৭:৫৯ : অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানযোগে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার ও ৬১৪ টি সিলিন্ডারভর্তি চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় রোববার (২৬ মার্চ) এই অভিযান চালায়।
চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মুহাম্মদ নুরুল আবছার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সাতকানিয়া উপজেলার কেওচিয়া এলাকার মুহাম্মদ আবদুল হকের পুত্র মুহাম্মদ আজিজুল হক (৪৫) ও মৃত আবদুর রহমানের পুত্র মুহাম্মদ আলমগির (৪০) এবং একই উপজেলার হাতুরাপাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র হুমায়ুন কবির (২৭)।

র‍্যাব জানায়, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও কেরানিহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় কাভার্ডভ্যানে অনিরাপদ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডার বসিয়ে তা থেকে অন্যান্য যানবাহনে অবৈধভাবে গ্যাস সরবরাহ করে আসছিলো একটি অসাধুচক্র। এসব গ্যাস সিলিন্ডার অনিরাপদ পদ্ধতিতে কাভার্ডভ্যানে স্থাপন করা হয়। এগুলোর মেয়াদ সম্পর্কিত কোনো তথ্যও পাওয়া যায়নি। কাভার্ডভ্যানে স্থাপিত সিলিন্ডারগুলো অনেক পুরনো। কখনোই এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। এছাড়াও কিছু সিলিন্ডার অত্যন্ত নাজুকভাবে সংযুক্ত করা হয়েছে, যেগুলো কাপড় দিয়ে আটকে রাখা। ফলে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে তার ফলাফল অত্যন্ত ভয়াবহ হতে পারে।

র‍্যাব আরো জানায়, সিলিন্ডারগুলো থেকে অনিরাপদভাবে একটি ডিস্ট্রিবিউশন মেশিনে লাইন নিয়ে সেখান থেকে অটোরিকশা ও বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ করা হয়। আবার মেশিনে থাকা বৈদ্যুতিক সংযোগটিও অবৈধভাবে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক সংযোগ থেকে যেকোনো সময় শর্টসার্কিট হয়ে অগ্নিসংযোগ ও বড় আকারের বিস্ফোরণ ঘটতে পারে।

গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর ও এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছার।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১