ময়মনসিংহের ফুলপুরে পাগড়ি পেলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান।
শুক্রবার (১৭ মার্চ) তাকে এ পাগড়ি দেওয়া হয়। পৌরসভার দিউ কলেজ রোডে মাদরাসাতুস সুফফায় হিফজ ফারেগীন ছাত্রদের মাঝে পাগড়ি প্রদানের সময় শায়খে বালিয়ার খলীফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী তাকে সম্মানস্বরূপ ওই পাগড়ি প্রদান করেন।
এসময় মাদরাসার পরিচালক হাফেজ এরশাদুল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মজলিসে আমেলার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান, জামিয়াতুল হোমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তারাকান্দা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সবুর প্রমুখ।
এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, জীবনে অনেক দামী গিফট পেয়েছি কিন্তু মাত্র একশত পঞ্চাশ টাকা দামের পাগড়িটা আমার কাছে অতি দামী মনে হলো। আমি যেন এর সম্মান রাখতে পারি, দোয়া চাই।