সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
সোমবার বিকেলে স্কুল সংলগ্ন মাঠ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি হাজী আব্দুল আজিজ গোড়াপীর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু।
বিদ্যালয়ে সাবেক সভাপতি হাজী সালামত হোসেন গোড়াপীর অভ্যর্থনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদী সুলতানা, বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার গোড়াপী প্রমুখ।