আনিছুর রহমান রুবেলঃ মুন্সিগঞ্জ
আসন্ন লতব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,দোসর পাড়ার কৃতি সন্তান মতিন মাদবর কে চেয়ারম্যান নির্বাচিত করার লক্ষে,কুয়েতস্ত লতব্দী ইউনিয়ন বাসির আয়োজনে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কুয়েতের মাতলা নামক স্থানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমির হোসেন মাদবরের সভাপতিত্বে ও হোসেন হেনা, হাবিব দেওয়ান ও সবুজের সঞ্চালনায় ,এবং আমির হোসেন মোল্লা হান্নান মাদবর ও আক্তার মাদবরের আয়োজনে উপস্থিত ছিলেন,আবুল হোসেন মাদবর,আম্বর মোল্লা, আলমগীর ফকির,আলমগীর মন্ডল,ইসলাম মাদবর,মীম মাদবর,মাহবুবু মাদবর,সোহেল রানা,ফারক মাদবর, নাহিদ মাদবর ও হাসান মাদবর সহ,লতব্দী ইউনিয়নের কুয়েত প্রবাসী ৭০০শত জন লতব্দী ইউনিয়নের কুয়েত প্রবাসী।