সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |

মূলপাতা আন্তর্জাতিক

সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে ঢুকে পড়লো একদল বন্দুকধারী


প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৪ ৪:০৪ : অপরাহ্ণ

আন্তর্জাতিক

সরাসরি সম্প্রচার চলাকালে টেলিভিশন স্টেশনে ঢুকে পড়লো একদল বন্দুকধারী। জিম্মি করলো স্টুডিওর সবাইকে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভয়াবহ এই ঘটনার সাক্ষী হয় লাতিন দেশ ইকুয়েডর। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানায়।

 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আপাদমস্তক কালো পোশাকে ঢাকা কয়েকজন রাইফেল নিয়ে হঠাৎ প্রবেশ করে স্টুডিওতে। ফলে সবার মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অস্ত্রের মুখে উপস্থিত সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন সন্ত্রাসীরা। শোনা যায় গুলির আওয়াজও।

 

এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সম্প্রচার। পরে টেলিভিশন স্টেশনটিতে অভিযান চালায় পুলিশের বিশেষ ইউনিট। জড়িত সন্দেহে আটক করে অন্তত ১৩ জনকে। মূলত ইকুয়েডরে দুর্ধর্ষ এক অপরাধী কারাগার থেকে পালানোর পরই দেশজুড়ে ছড়ায় অস্থিতিশীলতা। জারি রয়েছে ৬০ দিনের জরুরি অবস্থা।


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১